Robotics 101 Robo Tech Valley Course

Robotics 101


করোনার পর প্রথমবার আমরা আবারো রোবোটিকস এর জন্য ফিজিকাল ক্লাস শুরু করছি। রোবোটিকস এর জন্য আমরা ৩ টি নতুন কোর্স নিয়ে এসেছি। সেগুলো হলো ROBOTICS 101, ROBOTICS 102, IoT Course. তিনটি কোর্সে ভিন্ন ভিন্ন রোবোট নিয়ে শেখানো হবে এবং ছাত্ররা নিজেরাই রোবটগুলো ক্লাসে তৈরি করবে।প্রত্যেকটি কোর্সের সময়সীমা ৩ দিন এবং প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস সহ ৩ দিনে ২৪ ঘন্টায় একটি কোর্স সম্পূর্ণ হবে। কোর্সের সমকাল মাসের পর মাস দীর্ঘায়িত করে সময়ের অপচয় না করে আমরা এটিকে সংক্ষিপ্ত করেছি যার ফলে ছাত্রদের ক্লাসের প্রতি কনসেন্ট্রেশন বাড়বে ও পারফরম্যান্স আরো ভালো হবে বলে আমরা আশা করছি। এই ৩ টি কোর্স মাসের প্রত্যেক সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনি এই ৩ দিন ধারাবাহিক ভাবে বিভিন্ন ব্যাচের ক্লাস রোবো টেক ভ্যালির অফিসে অনুষ্ঠিত হবে ইন শা আল্লাহ।ঢাকার বাহির থেকে এসেও যেনো ছাত্ররা আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারে, এজন্য আমরা সপ্তাহের ছুটির দিনগুলোর মধ্যে বৃহস্পতি, শুক্র ও শনি বার বেছে নিয়েছি। রোবোটিকস এর প্রোযেক্টগুলোতে একটানা কাজ করলে প্রোজেক্টগুলোর খুটিনাটি বুঝতে ছাত্রদের সহয হয় এজন্য আমরা ক্লাসের সময়টাকে দীর্ঘায়িত করেছি এবং দিনের সংখ্যা কম করেছি। একটি ব্যাচে সর্বোচ্চ ৭ জন ইনরোল হতে পারবেন।

কোর্সে কী কী থাকছে?

  • মোট 24 Hour ক্লাস
  • ৩ দিনে ৫টি প্রজেক্ট
  • সকল প্রয়োজনীয় উপকরন সরবারহ করা হবে
  • হাতে কলমে শেখার সুযোগ

কী কী প্রজেক্ট থাকছে?

  • Line Following Robot
  • Obstacle Avoiding Robot
  • Bluetooth Control Robot / Robo Soccer

কোর্সটি কাদের জন্য:

  • যাদের রোবোটিকস শেখার আগ্রহ আছে।
  • এখানে বিগিনিং থেকে প্রোগ্রামিং এবং সার্কিট সেখানো হবে। সুতরাং যাদের প্রোগ্রামিং এবং সার্কিট সম্পর্কে ধারণা নেই, তারাও কোর্সটি করতে পারবেন।
  • যারা রোবোটিকস অথবা সাইন্স প্রজেক্টের বিভিন্ন কম্পিটিশনে যেতে চান।
  • যারা ভার্সিটিতে পড়ছেন এবং ফাইনাল ইয়ারের প্রজেক্ট করতে চাচ্ছেন।
  • রোবোটিকসকে যারা ক্যারিয়ার হিসেবে ভাবছেন।
  • যারা রোবোটিকস নিয়ে রিসার্চ করতে চান এবং রিসার্চ পেপার লিখতে চান।

কোর্সে অংশগ্রহণকারীরা যা যা পাচ্ছেনঃ

  • সার্টিফিকেট।
  • ভালো পারফরম্যান্স করলে রোবো টেক ভ্যালিতে ইন্টার্নশিপের সুযোগ।
  • কোর্স শেষ করার পরও ১ বছরের মেন্টরিং সাপোর্ট। যারা রোবোটিকস অথবা সাইন্স প্রজেক্টের বিভিন্ন ক
  • কোর্স চলাকালীন সময় ক্লাসে রোবট বানানোর জন্য ইকুইপমেন্ট প্রদান করা হবে।
Instractor
Ahsanul Akib

CEO,Robo Tech Valley
10+ national and international award winner